• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নতুন বছরে মুশফিকের প্রয়োজন ১৪৪ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০৮:১৭ পিএম
নতুন বছরে মুশফিকের প্রয়োজন ১৪৪ 

আরও একটি মাইলফলকের সামনে দেশ সেরা ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে আর ১৪৪ রান দরকার বাংলাদেশের সাবেক অধিনায়কের।

শনিবার (১ জানুয়ারি) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। দুই টেস্টে ১৪৪ রান করলেই পাঁচ হাজার রান পূর্ণ হবে মুশফিকের।

৭৭ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৫৬ রান আছে মুশফিকের। নিউজিল্যান্ডের মাটিতে ৪ টেস্টের ৮ ইনিংসে ২২২ রান করেন মুশফিক। নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন তিনি।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৮টি টেস্ট খেলেছেন তিনি। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেছেন মুশফিক। 
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!